Mahiya Mahi: গ্রেফতার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার নায়িকা। কী ঘটেছে?

Mahiya Mahi Photo



ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এদিন (শনিবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করে মাহিকে। একই মামলার অভিযুক্ত, মাহির স্বামী রাকিব সরকার পলাতক! এদিন উমরাহ সেরে সৌদি আরব থেকে ঢাকায় ফেরেন মাহি। 


এয়ারপোর্টেই তাঁর হাতে হাতকড়ি পরায় পুলিশ, মাহির সঙ্গে একই বিমানে ফেরবার কথা ছিল তাঁর স্বামী রাকিব সরকারে, কিন্তু তিনি বিমানেই উঠেননি। ফেসবুক লাইভে এসে মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করেছেন, কুৎসা রটিয়ে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন মাহি। দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে তাঁকে, শুক্রবার রাতেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। অবশেষে সেটাই সত্যি হল। 

বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহি অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী রাকিবের শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই নিয়েই যত কাণ্ড! মাহি ও রাকিবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় মিথ্যা,বিভ্রান্তিমূলক, মানহানিকর তথ্য প্রচার করে দেশের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। মামলায় প্রধান অভিযুক্ত রাকিব সরকার এবং দ্বিতীয় অভিযুক্ত মাহিয়া মাহি।


শুক্রবার ভোরে গাজীপুরে রকিবের গাড়ির শো-রুমে ভাঙচুর হয়। ওই জমি নিয়ে রাকিবের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের বিরোধ দীর্ঘদিনের। তবে ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে পক্ষপাতের অভিযোগ আনেন মাহি।  মাহির স্বামী ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য। বিয়ের পর স্বামীর পদচিহ্ন অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন মাহি। এই মুহূর্তে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি। 

নবাব এলএলবি, রোমিও,অগ্নির মতো ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তাই এপার বাংলারও যথেষ্ট পরিচিত মুখ তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাকিবের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন মাহি। 

No comments

Powered by Blogger.