চরবর্নীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাঁদলেন মুসুল্লিরা


 টানা তীব্র তাপদাহে সারাদেশে বিপর্যস্ত হয়ে পড়েছে  জনজীবন। দীর্ঘদিন বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছে না।

এই তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি জন আল্লাহ কাছে পানাহ চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে বোয়ালমারী উপজেলার চরবর্ণী গ্রামের বাসিন্দারা। নামাজে আল্লাহর কাছে হাত তুলে বৃষ্টির জন্য ও তাপদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মুসল্লিরা কাঁদলেন।

সোমবার সকালে চরবর্ণী গ্রামের মরহূম মধু মোল্যার বাড়ির সামনের মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পীরে জাদা,পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া সাহেব। 

এ নামাজে অংশ নেয় চরবর্ণী সহ আশেপাশের এলাকার বিভিন্ন মসল্লীরা। 



No comments

Powered by Blogger.